অভিনব কায়দায় কুকুরছানা চুরির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে। একটি পোষা প্রাণির দোকানে, হঠাৎ অসুস্থতার ভান করে মাটিতে পড়ে যান এক ব্যক্তি। তার দিকে যখন দোকানের কর্মচারীদের মনোযোগ, তখন সঙ্গে থাকা দু’জন পালিয়ে যায় কয়েকটি কুকুরছানা নিয়ে। চুরি করা কুকুরছানাগুলোর দাম প্রায় ৮ হাজার ডলার। এ ঘটনা ইউএস সংবাদমাধ্যম এনবিসি নিউজে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিন ব্যক্তি দোকানটিতে প্রবেশ করেন। তাদের আচরণ ছিলো যেন তারা একে অপরকে জানেন না। হঠাৎ এক ব্যক্তি অসুস্থতার ভান করে মাটিতে পড়ে যান, যা ছিলো দোকানের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অপর দু’জন ছিলেন পালানোর প্রস্তুতিতে। কর্মচারীরা যখন মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে নিয়ে ব্যস্ত, তখন তারা বুলডগ প্রজাতির কুকুরছানাগুলো চুরি করে পালানোর চেষ্টা করে।
এ সময় এক ব্যক্তিকে আটক করে কর্মীরা, পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ এখন বাকি দুই অভিযুক্তকে খুঁজছে। দোকানের মালিক জানিয়েছেন, গত এক সপ্তাহে দোকানটিতে তিন বার চুরির চেষ্টা করা হয়েছে।