অনুশীলনের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যাচ্ছেন সাকিব আল হাসান। তিনি সারে ক্রিকেট ক্লাবের সঙ্গে দুই সপ্তাহব্যাপী অনুশীলন করবেন। সারে ক্রিকেট ক্লাবে তার অনুশীলন শুরুর আগে, তিনি কেনিংটন ওভালের কাছের একটি হোটেলে অবস্থান করবেন।
সাকিব আল হাসান অবৈধ অ্যাকশনের কারণে আইসিসি থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন, এবার বোলিংয়ে ফিরতে প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটার হিসেবে খেলা সাকিব এবার বোলিং অনুশীলন শুরু করবেন।
সম্প্রতি, সাকিবকে ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার গুঞ্জন শোনা যায়, তবে একদিনের মধ্যে সেই চুক্তি স্থগিত করা হয়।