বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে কিছু শক্তি এখনও নানা ষড়যন্ত্র করছে, তবে অতীতে যেভাবে তারা সফল হতে পারেনি, সেভাবে তারা আজও সফল হবে না।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ফারুক আরও বলেন, "শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সমর্থকরা সুযোগের অপেক্ষায় রয়েছে এবং তারা বিএনপি নেতাদের সমালোচনায় লিপ্ত রয়েছে।" তিনি বলেন, দেশের বড় অপরাধীদের ধরার জন্য ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রয়োজন। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙারও আহ্বান জানান।
এছাড়া, নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাবে। সুতরাং, সঙ্কট সৃষ্টি না করে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করা উচিত, যাতে জনগণের আস্থা বজায় থাকে।"