ঢাকা মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যা বিগত ২৪ ঘণ্টায় বেশ ফলপ্রসূ হয়েছে।
ডিএমপি, র্যাব, সিটিটিসি, এটিইউ ও এপিবিএনের সমন্বিত প্রচেষ্টায় ২৮৯ জন অপরাধী গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি থেকে শুরু করে পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, চোরাই মালামাল এবং নগদ টাকা। শুধু মাদকদ্রব্যের হিসাবেই ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও বিয়ার পাওয়া গেছে।
এ ধরনের সমন্বিত অভিযান অপরাধীদের ভয় পাওয়াবে, কিন্তু সাধারণ নাগরিকদের নিরাপত্তাবোধ বাড়াবে — বিশেষ করে যখন ডাকাতির সরঞ্জাম বা ভুয়া পরিচয়পত্রের মতো উপকরণও উদ্ধার হচ্ছে। তবে এই ধরনের সাঁড়াশি অভিযানে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সেটাও গুরুত্বপূর্ণ।