ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক থাকার নির্দেশ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক থাকার নির্দেশ
 
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব। যাতে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।"

তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

যৌথ অভিযান কতদিন চলবে — এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, "পরিস্থিতির উন্নতি হলে অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে।" তিনি আরও জানান, "দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।"

উপদেষ্টা বলেন, "ভোরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিথিল হয়ে পড়েন, যা অপরাধীরা সুযোগ হিসেবে নেয়। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি — যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"

উপদেষ্টা ভোরে বারিধারার বাসা থেকে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় যান। এরপর দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা ঘুরে দেখেন।

থানাগুলোর অভ্যর্থনা কক্ষ, হাজতখানা পরিদর্শনের পাশাপাশি তিনি ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পথিমধ্যে জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশী মোড় চেকপোস্টে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে তাদের তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, "আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। বাহিনীর সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, তবে আরও সতর্কতা জরুরি। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।"

কমেন্ট বক্স