ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক থাকার নির্দেশ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক থাকার নির্দেশ
 
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব। যাতে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।"

তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

যৌথ অভিযান কতদিন চলবে — এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, "পরিস্থিতির উন্নতি হলে অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে।" তিনি আরও জানান, "দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।"

উপদেষ্টা বলেন, "ভোরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিথিল হয়ে পড়েন, যা অপরাধীরা সুযোগ হিসেবে নেয়। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি — যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"

উপদেষ্টা ভোরে বারিধারার বাসা থেকে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় যান। এরপর দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা ঘুরে দেখেন।

থানাগুলোর অভ্যর্থনা কক্ষ, হাজতখানা পরিদর্শনের পাশাপাশি তিনি ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পথিমধ্যে জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশী মোড় চেকপোস্টে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে তাদের তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, "আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। বাহিনীর সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, তবে আরও সতর্কতা জরুরি। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম