ঢাকা , বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ , ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পে না উঠিয়েই বাদ দেওয়ায় তীব্র সমালোচনায় ক্যাবরেরা ধর্ষণের মিথ্যা খবরে ভেঙে পড়েছেন সেই নারী প্রথম বৈঠকেই ইলন মাস্ককে ‘প্রাণে মারার হুমকি’ ফ্ল্যাট থেকে মার্কিন অভিনেত্রীর মরদেহ উদ্ধার রমজানে চাহিদার তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল আমদানি জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল দেশে প্রচলিত ৪০টি ভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে: ড. আসাদুজ্জামান তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তান দলের গোপন খবর ফাঁস ‘দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে’ মন্ত্রিসভার বৈঠকে বসলেন ট্রাম্প, ছিলেন ইলন মাস্কও আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করি: খালেদা জিয়া জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ ‘নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র’ ব্যবহার করলেই মামলা, হুঁশিয়ারি ট্রাম্পের প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান বেক্সিমকো পার্কের লে-অফ করা ১৪ প্রতিষ্ঠান ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান টানা ২৬ ঘণ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে আহতরা রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

খনিজ চুক্তি করতে ওয়াশিংটনে আসছেন জেলেনস্কি, বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১১:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১১:১১:০৩ পূর্বাহ্ন
খনিজ চুক্তি করতে ওয়াশিংটনে আসছেন জেলেনস্কি, বললেন ট্রাম্প
খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়ার পর ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনের হোয়াইট হাউজে যেতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।চুক্তিতে সই করতে জেলেনস্কি আগামী শুক্রবারই হোয়াইট হাউজে যেতে পারেন বলে ট্রাম্প আশা প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘বড় একটি চুক্তি’ করতে জেলেনস্কি ওয়াশিংটনে আসতে চান।ইউক্রেইন তাদের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির শর্তে রাজি হয়েছে বলে বিবিসি-কে জানিয়েছেন কিইভের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
চুক্তিটির বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা না গেলেও এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তা তুলে ধরেছে বিবিসি।গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ওয়াশিংটন প্রথমে ইউক্রেইনের খনিজ সম্পদ থেকে ৫০ হাজার কোটি ডলারের সম্ভাব্য রাজস্ব লাভের যে দাবি জানিয়েছিল, তা বাদ দিয়েছে।

তবে এই চুক্তিতে ইউক্রেইনকে সুদৃঢ় নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি যুক্তরাষ্ট্র, যেমন নিশ্চয়তা ইউক্রেইন দাবি করেছিল।ট্রাম্প মঙ্গলবার বলেছেন, চুক্তির বিনিময়ে ইউক্রেইন লড়াই করার অধিকার পাবে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে লড়াইয়ের জন্য অস্ত্র ও গোলাবারুদ দেবে তেমন কোনও নিশ্চয়তা চুক্তিতে দেওয়া হয়নি।তারপরও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সপ্তাহে চুক্তিটি সই করতে ওয়াশিংটনে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, তাদের অর্থ এবং সামরিক অস্ত্র ছাড়া ইউক্রেইন যুদ্ধ খুব অল্প সময়েই শেষ হয়ে যেত।” ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি হলে এর আওতায় দেশটিতে কিছু শান্তিরক্ষী রাখার দরকার পড়বে বলেও ট্রাম্প উল্লেখ করেন।তিনি বলেন, ইউক্রেইনকে এতদিন যুক্তরাষ্ট্র যে সাহায্য-সহায়তা দিয়েছে তার বিনিময়েই তিনি দেশটির খনিজ সম্পদ চাইছেন। তার কথায়, “আমরা দেশটিকে (ইউক্রেইন) একটি অনেক বড় সমস্যার সময় সাহায্য করছি। কিন্ত এখন আমরা (আমেরিকান করদাতারা) আমাদের অর্থ ফেরত চাই।”

খনিজ চুক্তিটি ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সহযোগিতার পথ সুগম করতে পারে। তাছাড়া, চুক্তির শর্তগুলোকেও এখনকার প্রেক্ষাপটে ইউক্রেইনের জন্য অনেকটাই ভাল বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা।কারণ, গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই চুক্তির ফলে একটি যৌথ তহবিল গঠন হবে। সেই তহবিল ইউক্রেইনের অবকাঠামো এবং অর্থনীতি পুনর্গঠনে ব্যবহার করা যাবে।

কমেন্ট বক্স
ক্যাম্পে না উঠিয়েই বাদ দেওয়ায় তীব্র সমালোচনায় ক্যাবরেরা

ক্যাম্পে না উঠিয়েই বাদ দেওয়ায় তীব্র সমালোচনায় ক্যাবরেরা