চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে আটক করে স্থানীয়রা পুলিশে হস্তান্তর করেছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
শামীমা সীমা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারী গ্রুপ 'সংগ্রাম'-এর নেতৃত্বে ছিলেন। এছাড়া, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি নেন। তবে, গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আর চাকরিতে যোগ দেননি।