বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাত এখন মুম্বাইয়ের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ। বান্দ্রার এই বাংলোর সামনে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় করেন। ২৫ বছরেরও বেশি সময় ধরে খান পরিবার এখানে বসবাস করছেন।
তবে এবার একটি চমকপ্রদ খবর শোনা যাচ্ছে। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে তারা মান্নাত ছাড়বেন এবং একটি নতুন অ্যাপার্টমেন্টে থাকবেন। যদিও বিষয়টি অনেকেই বিশ্বাস করতে পারছেন না, এটি সত্যিই ঘটতে চলেছে।
এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেছে যে, মান্নাতে কিছু সংস্কার কাজ শুরু হবে, যার ফলে খান পরিবার কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।
বলিউড ভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মান্নাতের কিছু অংশ বড় করা হবে এবং নতুন কয়েকটি ফ্লোর যোগ করা হবে। এজন্য শাহরুখ খান আদালত থেকে অনুমতি নিয়েছেন। কিছু কাজ ইতোমধ্যে শুরু হলেও, পরবর্তী ভারী কাজের জন্য পরিবারকে অন্যত্র থাকতে হবে।
এছাড়া, শাহরুখ খানের নতুন ঠিকানা হবে বান্দ্রার পালি হিল এলাকায়, যেখানে তিনি তার স্ত্রী গৌরী, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রামসহ একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় বসবাস করবেন।