চীনের নানজিংয়ে ২১-২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশের অ্যাথলেটিক্স ফেডারেশন initially সাবেক দ্রুততম মানব ইমরানুর রহমানকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে ইমরান জাতীয় অ্যাথলেটিক্স এবং বিশ্ব ইনডোর থেকে নাম প্রত্যাহার করে নেন। এর পরে, সদ্য সমাপ্ত জাতীয় অ্যাথলেটিক্সে ৪০০ মিটারে প্রথম হওয়া জহির রায়হানকে বিশ্ব ইনডোরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, "গত বছর এশিয়ান ইনডোরে জহির রৌপ্য পদক জিতেছিল, তাই আমরা তাকে বিশ্ব ইনডোরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ইসমাইল ও জহিরসহ অন্যান্যদের ব্যাপারে আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি।"
বাংলাদেশের অ্যাথলেটিক্সে দীর্ঘদিন ধরে এই চর্চা রয়েছে যে, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে দেশের দ্রুততম মানবকেই নির্বাচন করা হয়। তবে, মোহাম্মদ ইসমাইল, যিনি ২০২১ সালে দেশের দ্রুততম মানব হয়েও টোকিও অলিম্পিকে অংশ নিতে পারেননি, তিনি আবারও এই সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে ইসমাইলের মধ্যে আক্ষেপ রয়েছে, তবে তিনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি এবং তার বক্তব্য ছিল, "নো কমেন্টস!"
এদিকে, ২০২২ সাল থেকে ইংল্যান্ডে বসবাসরত ইমরানুর রহমান আবারও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি জাতীয় পর্যায়ে অংশ না নেওয়ায় বিশ্ব ইনডোরের জন্য তাকে নির্বাচিত করা হয়নি।