ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়ার পর হত্যার হুমকি পেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা সিইও ইলন মাস্ক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বৈঠক শেষে মাস্ক নিজেই এ তথ্য জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইলন মাস্ককে নতুন দায়িত্ব দিয়েছেন একটি প্রযুক্তি উন্নয়ন সংস্থার নেতৃত্বে। দায়িত্ব নেওয়ার পর মাস্ক বলেন, “সরকারি কম্পিউটার সিস্টেমগুলোর অবস্থা খুবই দুর্বল। অনেক পুরোনো ও অকার্যকর সফটওয়্যার চলছে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা এগুলো ঠিক করার কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তিগত দুর্বলতা চিহ্নিত করা ও প্রতারণা রোধ করা। কিন্তু এই কাজ করতে গিয়েই প্রাণনাশের হুমকি পাচ্ছি। যদিও এসব বাধা আমাদের থামাতে পারবে না।”
বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের কাজের প্রশংসা করেন এবং নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।