ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

ক্যাম্পে না উঠিয়েই বাদ দেওয়ায় তীব্র সমালোচনায় ক্যাবরেরা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৩:৫৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৩:৫৩:৩০ অপরাহ্ন
ক্যাম্পে না উঠিয়েই বাদ দেওয়ায় তীব্র সমালোচনায় ক্যাবরেরা
জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার খেলোয়াড় নির্বাচন ও পরিচালনা নিয়ে ফুটবল মহলে তীব্র সমালোচনা চলছে। ৩৮ জনের প্রাথমিক তালিকা প্রকাশের পর ৩০ জনকে ক্যাম্পে ডাকার সিদ্ধান্তকে অদূরদর্শী ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলাররা।

সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, "বাংলাদেশে কখনও দেখিনি দুই দফায় প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। যাদের নাম তালিকায় আসে, তারা সাধারণত ক্যাম্পে অংশ নেন। এবার আটজনকে বাদ দিয়ে ক্যাম্প শুরুর আগে তাদের যাচাই করার সুযোগও নেওয়া হয়নি।"

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলিও একই সুরে কথা বলেন। "৩৮ জনের তালিকা পারফরম্যান্সের ভিত্তিতেই তো করা হয়েছিল। ক্যাম্পে সুযোগ না দিয়েই ৮ জনকে বাদ দেওয়া কেমন সিদ্ধান্ত? এটা খেলোয়াড়দের সম্মানহানির শামিল।"

সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাসন কানন, যিনি এখন ফেডারেশনের সদস্য, বলেন, "প্রাথমিক দলে মাত্র ৩ জন গোলরক্ষক রাখা হয়েছে। সাধারণত আরও একজন রাখা হয় যেন প্রতিযোগিতা থাকে। এবার সেই সুযোগও দেওয়া হয়নি।"

জাতীয় দল কমিটির কয়েকজন সদস্যও কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, "কোচ সিদ্ধান্ত নিলেও গণমাধ্যমে তালিকা প্রকাশ করে ফেডারেশন। দুই ধাপে তালিকা দিয়ে ফেডারেশনও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে।"

ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা সামাজিক মাধ্যমে গোলরক্ষক জিকো ও ডিফেন্ডার ইয়াসিনের আগেভাগে বাদ পড়ার সমালোচনা করেন। তিনি বলেন, "আবাহনী পুরো লিগে মাত্র ১ গোল হজম করেছে। সেখানে ইয়াসিনের মতো ডিফেন্ডারকে ক্যাম্পের আগেই বাদ দেওয়া অবাক করার মতো।"

এই বিতর্কের পরও ফেডারেশনের নীতিনির্ধারকরা এখনো কোচের ওপর আস্থা রাখছেন। তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনাগুলো ভবিষ্যতে ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া ও সমন্বয়ের ঘাটতি আরও প্রকট করে তুলবে।

সামনের আন্তর্জাতিক সফরে এই সিদ্ধান্তের প্রভাব কেমন পড়বে, সেটাই এখন দেখার বিষয়। তবে সাবেক খেলোয়াড় ও সমর্থকদের দাবি একটাই — স্বচ্ছতা আর খেলোয়াড়দের প্রতি সম্মান নিশ্চিত করতে হবে, না হলে মাঠের বাইরে অস্থিরতা পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত