ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

ট্রাম্পের মন্ত্রিসভায় ঢুকতে দেওয়া হলো না রয়টার্স-এপির সাংবাদিকদের

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০৪:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০৪:১১:১৭ অপরাহ্ন
ট্রাম্পের মন্ত্রিসভায় ঢুকতে দেওয়া হলো না রয়টার্স-এপির সাংবাদিকদের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বার্তাসংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি), রয়টার্সসহ কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজের নতুন গণমাধ্যম নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এপির ফটোগ্রাফার, রয়টার্স, হাফপোস্ট এবং জার্মান সংবাদপত্র ‘তাগেসপিগেল’-এর সাংবাদিকদের বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি। তবে এবিসি, নিউজম্যাক্স, ব্লুমবার্গ নিউজ, এনপিআর এবং এক্সিওসের প্রতিনিধিদের কভারেজের অনুমতি দেওয়া হয়।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ছোট পরিসরের ইভেন্টে কারা অংশ নেবেন, সে সিদ্ধান্ত প্রশাসন নেবে। তিনি বলেন, "সুপরিচিত সংবাদমাধ্যমগুলোকে প্রেসিডেন্টের দৈনিক কার্যক্রম কভার করতে দেওয়া হবে, তবে জায়গার সীমাবদ্ধতার কারণে কিছু ইভেন্টে উপস্থিতি সীমিত রাখা হবে।"

এর আগে হোয়াইট হাউজের ‘পুল সিস্টেমে’ নির্দিষ্ট টেলিভিশন, রেডিও, বার্তাসংস্থা, পত্রিকা এবং ফটো সাংবাদিকরা প্রেসিডেন্টের ইভেন্ট কভার করতেন। পরে তারা অন্য গণমাধ্যমের সঙ্গে তথ্য শেয়ার করতেন। এপি, রয়টার্স ও ব্লুমবার্গ এই প্রক্রিয়ার দীর্ঘদিনের অংশ।

যৌথ বিবৃতিতে তারা বলেছে, "বিশ্বব্যাপী মার্কিন প্রেসিডেন্টের খবর পৌঁছে দেওয়ার দায়িত্বে আমরা থাকি। তাই আমাদের প্রতিনিধিদের ইভেন্টে অংশ নিতে না দেওয়াটা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।"

এপির সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টিও আলোচনায় এসেছে। কয়েকদিন আগে এপি জানায়, ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী তারা মেক্সিকো উপসাগরকে ‘আমেরিকা উপসাগর’ নামে অভিহিত করবে না। এরপরই তাদের সাংবাদিকদের বৈঠকে ঢুকতে না দেওয়ার ঘটনা ঘটে।

ক্যারোলিন লেভিট জানান, পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্ক রোটেশন পদ্ধতিতে বৈঠক কভার করবে। পাশাপাশি হোয়াইট হাউজ নিজস্ব সম্প্রচার শুরু করতে পারে। পত্রিকা ও রেডিও সাংবাদিকদের রোস্টার পদ্ধতিতে জায়গা দেওয়া হবে, তবে নতুন সংবাদমাধ্যমের জন্যও সুযোগ তৈরি করা হচ্ছে।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের গণমাধ্যম নীতির সমালোচনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউজের এই নতুন কৌশল প্রেসিডেন্টের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা গণমাধ্যমগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন