হলিউডের কিংবদন্তি অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী, জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় সৃষ্টি হয়েছে পশ্চিমা বিনোদন অঙ্গনে। মৃত্যুকালে হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩।
বিবিসি সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ মেক্সিকোর তাদের নিজ বাড়ি থেকে এই তারকা যুগলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের পোষ্য কুকুরটিও মৃত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে দুইটার দিকে ওল্ড সানসেট ট্রেইল এলাকায় একটি বাড়িতে যাওয়ার পর সেখানে জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেৎসি আরাকাওয়া এবং কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়।
হ্যাকম্যান ৯৫ বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নেন। তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য অস্কার পুরস্কার লাভ করেছিলেন। এছাড়াও তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা অস্কারের জন্য মনোনীত হয়েছিল।
১৯৭০ ও ৮০-এর দশকে সুপারম্যান সিনেমায় লেক্স লুথর চরিত্রে অভিনয় করে তার খ্যাতি আরও বৃদ্ধি পায়। তিনি ১০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
এদিকে, পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে এবং এটি নিয়ে আরও বিস্তারিত তথ্য বের হয়ে আসার অপেক্ষা।