ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় সফর করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ব্রাজিলের ফুটবল তারকা রোনালদিনহো। দীর্ঘদিন ধরেই তিনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টার লিওনেল মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন, এবং এবার সম্ভবত তার সে প্রচেষ্টা সফল হতে যাচ্ছে।
শুক্রবার ফেসবুকে এক পোস্টে শতদ্রু মেসির ভারতে আগমন সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন, তবে কবে নাগাদ তিনি আসছেন বা আসবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে, ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে যে, ২০২৫ সালের শুরুতে মেসি ভারতে আসতে পারেন, যেখানে কলকাতায় তিনি তিনদিন থাকতে পারেন। এর পর তিনি দেশে ফিরে যাবেন নাকি বাংলাদেশেও আসবেন, তা এখনও স্পষ্ট নয়।
শতদ্রু আগেই জানিয়েছিলেন, মেসিকে ২০২৫ সালের শুরুতে ভারতে আনার পরিকল্পনা করছেন। শুক্রবার, তিনি মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন, যা ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
এছাড়া, শতদ্রু মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং মেসিকে ভারতে নিয়ে আসার বিষয়ে আলাপ করেছেন। তিনি মেসির জন্য কিছু উপহারও পাঠিয়েছেন এবং সেই ছবিগুলো শেয়ার করেছেন। পোস্টে শতদ্রু উল্লেখ করেছেন, “অন্তর থেকে কিছু চাইলে পুরো দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।”
তবে, মেসি কবে ভারতে আসবেন, তাঁর সফরের বিস্তারিত সময়সূচি এবং তিনি একা আসবেন নাকি পুরো দলসহ, এসব বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই।