মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ। কুকুরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেশটির জোহর রাজ্যের সেনাইয়ের একটি দোকান ঘরের পাশে এই ঘটনা ঘটে।
কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তান সেং লি এক বিবৃতিতে জানান, কুকুরের ওপর নির্যাতন চালানোর ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে। ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সি ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।তান আরও জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।দণ্ডবিধির ৪২৮ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা আইন অনুযায়ী এ অপরাধের জন্য ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে।জনসাধারণকে প্রাণী নির্যাতন না করার এবং প্রাণী সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোরও পরামর্শ দেন পুলিশ কর্মকর্তা।