রমজান শুরুর আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ ক্রেতারা সত্যিই বিপাকে পড়েছেন। বেগুন, শসা, লেবু, কাঁচা মরিচ — ইফতারের জন্য গুরুত্বপূর্ণ এসব পণ্যের দাম হঠাৎ করে ১০-২০ টাকা বেড়ে যাওয়ায় অনেকে অসন্তুষ্ট।
বিক্রেতারা সরবরাহ সংকটকে কারণ হিসেবে দেখালেও ক্রেতারা মনে করছেন, এটি আসলে সিন্ডিকেটের কারসাজি। বগুড়া, নরসিংদী, জামালপুরের মতো বিভিন্ন জায়গায় একই ধরনের চিত্র দেখা যাচ্ছে — পাইকারি বাজারে দাম বাড়লেই খুচরা বাজারে তার প্রভাব দ্বিগুণ পড়ে যাচ্ছে।
কিছু ব্যবসায়ী বলছেন, চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বাড়ছে, তবে ক্রেতারা যুক্তি দিচ্ছেন, রোজার সময় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করাই মূল সমস্যা। অনেকেই মনে করছেন, বাজার মনিটরিংয়ের অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অধিকাংশ ক্রেতারই চাওয়া, সরকার নিয়মিত বাজার তদারকি করুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিক, যেন অসাধু ব্যবসায়ীরা সুবিধা নিতে না পারে।
Mytv Online