বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তারা নিজেদের স্বতন্ত্র ও স্বাধীন সংগঠন হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীদের অধিকারই মূল ফোকাস।
মুক্তিযুদ্ধের চেতনা ও গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তারা নতুন রাষ্ট্রগঠনের সুযোগ দেখতে পাচ্ছে — এটা বেশ শক্তিশালী একটি বার্তা।
বিশেষ করে জাহিদ আহসানের "দলীয় দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত থাকার" কথা বলাটা ইঙ্গিত দেয় যে তারা বিদ্যমান ছাত্ররাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করতে চায়। তবে বাস্তবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারবে, সেটা সময়ই বলে দেবে।