আসন্ন রমজান মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এই রমজান মাস সরকারকে একটি বড় পরীক্ষা সামনে দাঁড় করিয়েছে, যেখানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শনিবার (১ মার্চ) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, “প্রতিবছর রমজান এলেই একটি চক্র সক্রিয় হয়ে বাজার নিয়ন্ত্রণের নামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ায়। এবার দলীয় সরকার নেই, তাই আশাবাদী যে সরকার নিরপেক্ষভাবে কাজ করে সিন্ডিকেট ভাঙতে পারবে।”
তিনি আরও বলেন, “যদি সিন্ডিকেট ভেঙে পণ্যের দাম সহনীয় করা না যায়, তবে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারাবে। যারা ইচ্ছাকৃতভাবে বাজার অস্থির করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা দরকার।”
রমজানে যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মঞ্জু। তিনি বলেন, “রমজানে হাজার হাজার মানুষকে রাস্তায় ইফতার করতে হয়। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে আরও কঠোর হতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা উচিত।”
নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মঞ্জু বলেন, “দেশের তরুণরা রাজনীতিবিমুখ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন রাজনৈতিক ধারায় তারা ফিরছে — এটা ইতিবাচক। তবে এই নতুন আশার রাজনীতি যদি বাস্তবায়িত না হয়, তাহলে জাতি হতাশ হবে।”
রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার মনিটরিং বাড়ানো ও ট্রাফিক নিয়ন্ত্রণে শক্তিশালী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মঞ্জু।