ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট-এ অনুষ্ঠিত এই বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রতি তার পূর্ণ সমর্থন জানান।
রোববার (২ মার্চ) প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, স্টারমার জেলেনস্কিকে বলেন, “আমরা আপনার এবং ইউক্রেনের সঙ্গে আছি।” বৈঠকটি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগে অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর জেলেনস্কি লন্ডনে পৌঁছান এবং তার পরবর্তী মন্তব্যে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী-এর সঙ্গে এত ভালো সম্পর্ক দেখে খুশি বলে জানান। তিনি বলেন, “আমি খুশি যে আমাদের এমন বন্ধু আছে।”
এছাড়া যুক্তরাজ্য ও ইউক্রেন সম্প্রতি ২৮৪ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে রাশিয়ার আটকে রাখা সম্পদ থেকে লাভের অর্থ দিয়ে এই ঋণ পরিশোধ করা হবে।
স্টারমার প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডাউনিং স্ট্রিট-এ স্বাগত জানিয়ে বলেন, “আপনি যেভাবে রাস্তায় উল্লাস শুনছেন, এটি প্রমাণ করে যে, আপনার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অটুট।”
জেলেনস্কি তার ভাষণে ব্রিটিশ জনগণ ও প্রধানমন্ত্রী স্টারমারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এত ব্যাপক সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।”
এদিকে, রোববার রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কির।
এছাড়া, গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা হয়। তবে জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি শান্তির পথে আগ্রহী।
এই সময় ইউক্রেনীয় ইউরোপীয় মিত্রদের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হলেও, জেলেনস্কি তার অবস্থানে অটল রয়েছেন এবং শান্তির জন্য প্রস্তুত আছেন।
কিয়েভে জেলেনস্কি আজ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-র উপস্থিতিতে এক জরুরি আলোচনায় যোগ দেবেন।