ভারতের উত্তরাখন্ডের চামোলি জেলা-র বদ্রিনাথ মন্দিরের কাছে মানা গ্রামে তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২ মার্চ) এই দুর্ঘটনা ঘটে, যা ভারত-চীন সীমান্তের কাছাকাছি। এনডিটিভি নিউজ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তুষারধসে আটকে পড়েন ৫৫ জন শ্রমিক, যারা ভারতের সীমান্ত সড়ক সংস্থা (বিআরও)-র কর্মী। এর মধ্যে ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং বাকি ৫ জনের উদ্ধারে কাজ চলছে।
শুক্রবার ভোর ৫:৩০ থেকে ৬টার মধ্যে বিআরও শ্রমিকদের ক্যাম্পে তুষারধস ঘটে, এবং এতে আটটি কনটেইনার ও একটি শেডে ৫৫ জন শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই ৬০-৬৫ জন উদ্ধারকর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটে।
আজ শনিবার, আবহাওয়া উন্নতি হলে, উদ্ধার অভিযান দ্রুতগতিতে চালাতে ৬টি হেলিকপ্টার মোতায়েন করা হয়। এর মধ্যে রয়েছে ৩টি চিতা হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীর, ২টি চিতা হেলিকপ্টার ভারতীয় বিমানবাহিনীর, এবং একটি বেসরকারি হেলিকপ্টার।