ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল হ্যাকিংয়ের শিকার হয়েছেন। তার এক্স (টুইটার) অ্যাকাউন্টটি ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং বহু চেষ্টা করেও তিনি এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই নিয়ে হতাশা প্রকাশ করে তিনি সতর্কবার্তা দিয়েছেন তার ভক্তদের।
শ্রেয়া জানান, গত ১৬ দিন ধরে তার প্রোফাইলটি তিনি অ্যাক্সেস করতে পারছেন না এবং অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছেন না। তিনি তার ভক্তদের সতর্ক করে বলেন, "দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন এবং কোনো লিংক পেলেই ক্লিক করবেন না, কারণ সেগুলি স্প্যাম।"
তিনি আরো বলেন, "যত দ্রুত অ্যাকাউন্টটি ঠিক হবে, আমি ব্যক্তিগতভাবে একটি ভিডিও বার্তায় সবাইকে জানাবো।"
এছাড়া, তিনি জানান, এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য বহু চেষ্টা করেছেন, তবে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে কিছু উত্তর পেয়েছেন, কিন্তু কোনো সাড়া পাননি।