ছিনতাইয়ের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ। শনিবার (১ মার্চ) রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে কাঞ্চন থেকে কমলাপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ড্রাইভার গাড়ি থামিয়ে দেন, তখনই কয়েকজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ফেলে। অভিনেতার কাছ থেকে ৯ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় তারা।
অভিনেতা এই ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, সিএনজিটি থামানোর পর দুটি বাইক এসে তাদের ঘিরে ফেলে। তারা চাপাতি নিয়ে তাকে ভয় দেখিয়ে মানিব্যাগ, মোবাইল এবং ব্যাগ ছিনিয়ে নেয়। এর পরে ছিনতাইকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
হারুন রশিদ বলেন, তিনি ঘটনাটি ঘটে যাওয়ার পর কিছু সময় চুপচাপ ফুটপাতে বসে ছিলেন। অনেক গাড়ি চলছিল, কিন্তু কেউ থামেনি। পরে এক বাইক আরোহী তাকে সাহায্য করে গন্তব্যে পৌঁছান।
এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি কোনো অভিযোগ করবেন না। তার মতে, এ ধরনের ঘটনা এখন অহরহ ঘটে এবং তিনি এটি স্বাভাবিকভাবে নিয়েছেন, তবে সেই সময় ভয় পেয়ে গিয়েছিলেন।