বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ১৪তম সন্তানের বাবা হলেন। মাস্কের অনুমোদনের পরই ১৪তম সন্তানের কথা জানালেন তাঁর বান্ধবী শিভন জিলিস। এক্স পোস্টে শিভন জানিয়েছেন তাঁদের পুত্রসন্তান সেলডন লাইকুরগুসের কথা। ২০২১ সালের নভেম্বরে জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন।যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সবাইকে জানিয়েছিলেন তাঁরা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিংকের একজন কর্মকর্তা। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার জন্ম নিল যুগলের চতুর্থ সন্তান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া