ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলছে বিশ্বের সবচেয়ে জমকালো উৎসব রিও কার্নিভাল। পুরো নগরীতে সাজ সাজ রব। বাহারি পোশাকে প্যারেডে অংশ নিয়েছেন সব বয়সী হাজার হাজার মানুষ। সপ্তাহব্যাপী এই উৎসবে এবার দর্শনার্থী আসতে পারে কয়েক লাখ।রিও ডি জেনিরো এখন উৎসবের নগরী। সর্বত্রই সাজ সাজ রব। সাম্বার ছন্দে মেতেছে লাখ লাখ ব্রাজিলবাসী। জমকালো সাঁজে রাস্তায় নেমেছেন সব বয়সী মানুষ।ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর সাম্বাড্রোমে নেচে গেয়ে বিশ্বের সবচেয়ে বড় এই কার্নিভালের প্যারেডে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। বেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত রিও কার্নিভালে নগরীর প্রতিটা স্কুল আলাদা করে তৈরি করেছে একেকটি গল্প। যা গান, পোশাক আর প্যারেডের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।
বাসিন্দাদের একজন বলেন, ‘কার্নিভাল আমাদের জীবন। কৃষ্ণাঙ্গ সবাই এই কার্নিভাল ভালোবাসে। বাবা-মা সবসময় সঠিক উপদেশই দেন।’আরেকজন বলেন, ‘আমার জন্য কার্নিভালই জীবন। বিষণ্নতা থেকে মুক্তি পাই। এজন্য কার্নিভাল আমার জন্য জীবন।’কার্নিভালের প্রথম দুই দিনে সাম্বা স্কুলগুলোতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুধু তাই নয়, রিও কার্নিভাল উপলক্ষে উপকূলীয় রিও ডি জেনিরোতে সব বয়সী মানুষ গায়ে কাঁদা মেখে ঐতিহ্যের এই উৎসব উদযাপনে মেতেছেন।
আকর্ষণীয় নানা প্রতিযোগিতা আর খেলাধুলা ছাড়াও এই কার্নিভালে আয়োজন করা হয়েছে ভিন্নধর্মী সব পারফর্মেন্সের। ফ্লামেঙ্গো সমুদ্র সৈকতে সকালে শুরু হয়ে প্রায় সারাদিনই সুরের মূর্ছনায় চলেছে নানা আয়োজন। সপ্তাহব্যাপী উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে লাখ লাখ পর্যটক। পুরো রিও ডি জেনিরো পরিণত হয়েছে উৎসবের নগরীতে।