ভয়াবহ অগ্নিকাণ্ডে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে অন্তত ৮০টি বাড়ি পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত সাতশো বাসিন্দা।স্থানীয়রা বলছেন, অধিকাংশ বাড়ি কাঠের হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা এত ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি তথ্য অনুসারে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয় গণমাধ্যম মালয় মেইলের দাবি, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক বৃদ্ধের প্রাণহানি হয়েছে।রয়টার্স জানায়, শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৫টার পর অন্তত আড়াইশ স্কয়ার মিটার এলাকায় ঐ আগুন ছড়িয়ে পড়ে। তবে কোথা থেকে এই আগুনের সূত্রপাত এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি স্থানীয় দমকল বিভাগ।
আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরবাড়ি পুড়ে যাওয়ায় বিপাকে পড়েছে প্রদেশটির অন্তত ১৩৯টি পরিবার। কারণ সাবাহ প্রদেশের এই বিশেষ অঞ্চলটি ছিল ঘনবসতিপূর্ণ।একটি বাড়ির মধ্যেই বাস করত ২ থেকে ৩টি পরিবার। এরই মধ্যে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে উদ্ধার কর্মীরা।