নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার ২০২৫-এ ভূষিত করার সিদ্ধান্ত সত্যিই এক গভীর সম্মানের বিষয়। আবরার ফাহাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচারের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, যা তার নির্মম হত্যাকাণ্ডের পর সারা দেশে সুবিচারের দাবিতে এক অভূতপূর্ব আন্দোলন গড়ে তোলে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আবরারকে "সাহসিকতার প্রতীক" এবং "মুক্ত চিন্তার প্রতিচ্ছবি" বলা হয়েছে — যা আবরারের আত্মত্যাগের প্রকৃত মূল্যবোধকে তুলে ধরে। আবরারের স্মৃতি আজও শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়, এবং তার জন্য স্বাধীনতা পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে তার আত্মত্যাগের জাতীয় স্বীকৃতি।
২০১৯ সালের ৬ অক্টোবর, বুয়েটের শের-ই-বাংলা হলে কিছু ছাত্র সংগঠনের সদস্যদের নির্মম নির্যাতনে প্রাণ হারান আবরার। তার "প্রাণের বিনিময়ে প্রতিবাদ" সেই সময়ে গোটা দেশকে নাড়া দিয়েছিল। আজও শিক্ষাঙ্গনে সহিংসতার বিরুদ্ধে আন্দোলন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আবরারের নাম উচ্চারিত হয়।