অবৈধভাবে ইসরাইলে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডানের সেনাদের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা (৪৭), তিনি ভারতের কেরালার থুম্বার বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি, তবে রোববার (৩ মার্চ) জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতের খবর নিশ্চিত করেছে। এক সামাজিক মাধ্যমে পোস্টে দূতাবাস জানায়, তারা অত্যন্ত ‘দুঃখজনক’ এই ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে এবং মরদেহ দেশে পাঠানোর জন্য জর্ডান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।
এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়েছে, পেরেরা জর্ডান ভ্রমণ ভিসায় গিয়েছিলেন এবং পরে তিনি অবৈধভাবে ইসরাইলে প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় পেরেরার আত্মীয়, মেনামকুলামের বাসিন্দা এডিসনও ইসরাইলে প্রবেশের চেষ্টা করেছিলেন। তিনি গুলিবিদ্ধ হন, তবে বেঁচে যান এবং চিকিৎসা শেষে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
এটি ঘটেছে ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি এবং গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের পটভূমিতে।
Mytv Online