ভোক্তা পর্যায়ে কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মার্চ মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। মার্চ মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩১ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি অনুযায়ী, মার্চ মাসের জন্য প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি মেট্রিক টন ৬৩৬.৫০ মার্কিন ডলার ধরা হয়েছে। এই ভিত্তিতেই দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
২০২৪ সালে ৪ দফা কমেছে এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এক দফা ছিল অপরিবর্তিত।
গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বাড়ে, আর কমে এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। তবে অনেকেই চাইছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে আরও দ্রুত তা ভোক্তা পর্যায়ে প্রতিফলিত হোক।