বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার (৩ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা জানান ইইউ’র সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।
তিনি বলেন, “বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় ইইউ ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এছাড়া চলমান সংস্কার উদ্যোগে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”
ইইউ কমিশনার লাহবিব ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। প্রয়োজন হলে আরও সাহায্য করা হবে।”
বৈঠকে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি। তবে ইইউ পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।”
তিনি আরও জানান, সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। সম্ভাব্য সময় হিসেবে এ বছরের ডিসেম্বরের কথা উল্লেখ করেন তিনি।
ইইউ’র এই অর্থায়ন মানবিক সহায়তা, ক্যাম্পের অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান বাস্তবায়নে কাজে লাগানো হবে বলে জানা গেছে।