ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

‘আ. লীগরে দিতাম ৫০ টাকা, এখন ১০০ দিতে চাইছি, তারা চায় দেড় লাখ টাকা’

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১০:৩১:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১০:৩১:১২ পূর্বাহ্ন
‘আ. লীগরে দিতাম ৫০ টাকা, এখন ১০০ দিতে চাইছি, তারা চায় দেড় লাখ টাকা’
ফুটপাতে ৫০ ইঞ্চি জায়গার জন্য বছরে দেড় লাখ টাকা চাঁদা? এ নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন বায়তুল মোকাররমের হকাররা। 

৩৫ বছর ধরে এখানে ব্যবসা করা আমির আলী বললেন, “আগে ৫০ টাকা দিতাম, বরজোর ১০০ টাকা দিতে পারব, এর বেশি পারব না। এত বছর ধরে এমন অত্যাচার আর দেখি নাই। আমরা স্বাধীনতা আনলাম কিসের জন্য?”

দুই সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদের পশ্চিমে লিংক রোডের ফুটপাতের দোকানগুলো। নতুন ইজারাদার চাঁদার হার বাড়িয়ে দিলে রাজি হননি হকাররা। গত ২০ ফেব্রুয়ারি সমঝোতা না হওয়ায় ইজারাদার শাহজালাল বাদলের লোকজন দোকানে ভাঙচুর চালায়। এরপর থেকেই বন্ধ দোকান, রাস্তায় বিক্ষোভ।

হকাররা সমাধানের আশায় মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যান। সবুজ বলেন, “আমরা বলেছি, ৫০ টাকা করে দাও। তারা রাজি না হয়ে বলল, ৫০ ইঞ্চির জন্য দেড় লাখ টাকা দিতে হবে। না দিলে দোকান বসবে না। আমরা বলেছি, এক টাকাও দেব না। গুলি করলেও জায়গা ছাড়ব না।”

তবে ঘটনাস্থলে অন্যদের বিরোধিতা। কেউ কেউ দাবি করলেন, চাঁদার অঙ্ক বাড়ানোর কথা মিথ্যা। হঠাৎ এসে সবুজ বললেন, “আওয়ামী লীগের কিছু লোক এসব করে, আমাদের নামে অপপ্রচার চালায়। যারা অভিযোগ করছে, তারা পালিয়ে গেছে। সত্য হলে তো আমরা এখানে এসে প্রতিবাদ করতাম না!”

দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা কায়জার মোহাম্মদ ফারাবিকে পাওয়া না গেলেও প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, “দেড় লাখ টাকা চাঁদার অভিযোগ আমার জানা নেই। সম্পত্তি কর্মকর্তাকে সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে।”

ফুটপাতে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করা মানুষেরা বলছেন, সমঝোতা না হলে পেট চলবে না। প্রশাসনের দায়িত্বশীল হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন তারা।

কমেন্ট বক্স