রাজশাহীর তালাইমারী এলাকায় কিস্তি না পেয়ে ফাতেমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী জনকল্যাণ মানব উন্নয়ন সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। রোববার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, “আমি হাদির মোড়ে সবজি বিক্রি করি। এজন্য ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম, যার মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করেছি। কিন্তু দুর্ঘটনায় কোমরে আঘাত পেয়ে কাজ করতে পারছি না, তাই দু’টি কিস্তি দিতে পারিনি। এজন্য এনজিওর কর্মী এসে বাড়ি থেকে আমার ছাগল নিয়ে গেছেন।”
রোববার সেহরির পর বোনের বাড়িতে ঘুমানোর সুযোগে কিস্তি আদায়ে ফাতেমার বাড়িতে যান এনজিওকর্মী। ফাতেমাকে না পেয়ে বাড়িতে বাঁধা একটি ছাগল নিয়ে চলে যান তিনি। ফাতেমা বলেন, “ছাগলটি আমার নিজেরও না, রিসা বেগমের। আধাআধি করে পালন করছিলাম।”
এলাকায় জানাজানি হলে এনজিও কর্মকর্তা নাসিরুল্লাহ কবীর ছাগলটি রিসা বেগমের কাছে ফেরত দেন।
স্থানীয়রা জানান, সংস্থাটি ২ বছর ধরে ঋণ কার্যক্রম চালালেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো নিবন্ধন নেই। এ বিষয়ে রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রবিন ইসলাম বলেন, “সংস্থার নিবন্ধন আছে কি না, দেখে বলতে হবে। তবে কিস্তি দিতে না পারায় ছাগল নিয়ে যাওয়া ঠিক হয়নি। ভুক্তভোগী থানায় অভিযোগ করতে পারেন।”