জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানের আপিলের রায় আগামী ৩০ এপ্রিল ঘোষণা করবে আপিল বিভাগ। মঙ্গলবার (৪ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
২০০৭ সালের ৬ মার্চ, কাফরুল থানায় আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে মামলা করে দুদক। ২১ জুন, বিশেষ জজ আদালত আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেন।
এরপর তারা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট তারা খালাস পান। তবে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে, আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন।
২০২৩ সালের ৩০ মে, হাইকোর্ট আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী সাবেরার ৩ বছরের সাজা বহাল রাখেন। পরে ১২ সেপ্টেম্বর, আমান উল্লাহ আমান আপিল দায়ের করেন।
আমানের আইনজীবী দাবি করেন, "আমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার কোনো সম্পৃক্ততা নেই।" তিনি ন্যায়বিচারের প্রত্যাশা করেন।
Mytv Online