ইরানের কৌশলগত বিষয়ক উপ-রাষ্ট্রপতি (ভাইস প্রেসিডেন্ট) জাভেদ জারিফ তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন, যেটি ৩ মার্চ প্রকাশিত হয়। দীর্ঘদিনের আইনি বিরোধ এবং নিয়োগ নিয়ে চলমান জটিলতার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
জাভেদ জারিফ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ছয় মাস ধরে তিনি এবং তার পরিবারকে জঘন্য অপমান এবং অপবাদ সহ্য করতে হয়েছে। তিনি আরও বলেন, "গত চার দশকে ইরানের ওপর আরোপিত যুদ্ধ থেকে শুরু করে পারমাণবিক বিষয় পর্যন্ত জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে আমি অসংখ্য অপমান ও অভিযোগ সহ্য করেছি।"
এছাড়া, তিনি জানান যে, "দেশের স্বার্থ রক্ষায় মিথ্যা ও বক্তব্য বিকৃতির মুখেও আমি নীরব থেকেছি।"
এদিকে, জাভেদ জারিফ ২০১৫ সালের ইরান-পশ্চিম পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং হাসান রুহানি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালন করেছেন।
জারিফের পদত্যাগের পেছনে বিচার বিভাগের প্রধানের উপদেশকে কেন্দ্র করে তিনি সরে দাঁড়ানোর কথা জানান।
এটি ইরানের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে, তবে আপাতত জারিফের পদত্যাগের পরবর্তী পদক্ষেপ ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।