বাংলাদেশ ভারতীয় সীমান্তের কাছে নজরদারি ড্রোন চালাচ্ছে, যা তুরস্কের তৈরি বায়রাক্টার টিবি-টু ড্রোন। ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এসব ড্রোনগুলো ভারতীয় সীমান্তের কাছাকাছি অঞ্চলে নজরদারি উদ্দেশ্যে পরিচালনা করছে।
ড্রোনটির প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলা চালাতে সক্ষম। ড্রোনটি ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা, ডাটা-লিংক সিস্টেম এবং বিস্ফোরক বহন করতে পারে, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, বাংলাদেশ এই ড্রোনের মাধ্যমে নজরদারি অভিযান চালাচ্ছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ড্রোনটি কখনও কখনও ২০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে দেখা গেছে।
বায়রাক্টার টিবি-টু ড্রোন এক ধরনের যুদ্ধাস্ত্র, যা বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধতে। এটি মোবাইল বেজ থেকে পরিচালনা করা যেতে পারে এবং ১৮,০০০ ফিট উচ্চতায় কার্যক্রম চালাতে সক্ষম।
এই ড্রোনের ক্যামেরা সিস্টেম এবং স্মার্ট রকেট ব্যবহার করে, একাধিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আঘাত হানা সম্ভব। ভারত এই এলাকায় বাংলাদেশি ড্রোনের কার্যকলাপের ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় রাডার স্থাপন করেছে।