বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে প্রায় ২০০ সেনাকে অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকরা বলিভিয়ার কোচাবাম্বা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে এই সেনাদের জিম্মি করে।
প্রতিবেদনে বলা হয়, অপহৃত সেনাদের হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় দেখা গেছে, আর ঘাঁটিটি নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
হামলাকারীরা ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে গেছে এবং তিনটি সামরিক ইউনিটে আক্রমণ চালিয়েছে।
বলিভিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, হামলার পর সেনাদের ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
কোচাবাম্বা শহর ও আশেপাশের এলাকাগুলোতে ইভো মোরালেসের সমর্থকেরা গত ১৯ দিন ধরে অবরোধ পালন করছে, যার অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইভো মোরালেস ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালের বিতর্কিত নির্বাচনে বিজয়ী হলেও জালিয়াতির অভিযোগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের পর পদত্যাগ করেন তিনি। তার সমর্থকেরা বর্তমানে তার বিরুদ্ধে থাকা ধর্ষণ ও মানবপাচারের অভিযোগের তদন্ত বন্ধের দাবিতে আন্দোলন করছে।