জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ। পার্টির পক্ষ থেকে এবার ব্যাপক প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন এনসিপির এই নেতা।
বুধবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসনাত লেখেন, ‘আপনার সঙ্গে দেখা হচ্ছে কোথায়?’ এর সঙ্গে একটি ছবি যুক্ত করেছেন হাসনাত, সেখানে বাংলাদেশের মানচিত্র এবং দক্ষিণ অঞ্চলকে বোল্ড করে দেওয়া হয়েছে।
তার পেজে হাসনাত জাতীয় নাগরিক পার্টির দিক্ষণাঞ্চলের ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে লেখা রয়েছে, ‘খুব শিগগিরই দক্ষিণের প্রতিটি জেলার সদর, উপজেলা, অলি-গলি চষে বেড়াব ইনশাআল্লাহ। আপনার সাথে দেখা হচ্ছে কোথায়?’