যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে ৮ নেপালি নাগরিককে ফেরত পাঠিয়েছে। বুধবার (৫ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায়, ওই ৮ জনকে নিয়ে একটি মার্কিন বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৬ জনের বৈধ নেপালি পাসপোর্ট ছিল। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেপালি দূতাবাস বাকি ২ জনের জন্য বিশেষ ভ্রমণ নথি ইস্যু করেছে।
চলতি সপ্তাহে মার্কিন অভিবাসন আদালত থেকে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, এদের কয়েকজন বড় অঙ্কের অর্থ পরিশোধ করে মানব পাচারকারীদের মাধ্যমে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে, কারও কাছেই শিক্ষার্থী ভিসা ছিল না।
এক সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত নাগরিকদের বিরুদ্ধে কোনো আপত্তি ছাড়াই নেপাল তাদের গ্রহণ করেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট -এর অনুরোধে প্রয়োজনীয় নথি জারি করে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে।
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিতাড়িত কর্মসূচির আওতায় আফগানিস্তান, চীন, ভারত, নেপাল, ইরানসহ ১০টি দেশের অন্তত ৩০০ নাগরিককে পানামায় পাঠানো হয়েছে।
কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, অবৈধ অভিবাসীদের ধরতে তার প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কঠোর অভিযান শুরু করেছে। দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মধ্যেই অন্তত ১৪ হাজার অভিবাসীকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এই কঠোর নীতির কারণে খুব কম সংখ্যক অবৈধ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করতে পারছে।