রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তিতে আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যে এবার ভাষানটেকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পর মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে, বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাবতলীর ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহজাদপুর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের নিরলস প্রচেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়, অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে।
একইদিনের মধ্যে দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভাষানটেকের আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।