হিসাব-নিকাশের দরকারই নেই — চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। ঘরের মাঠে রিজওয়ানদের এমন ব্যর্থতার পরই পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কোচিং প্যানেলেও। ব্যাটিং কোচের পদ হারিয়েছেন শহীদ আসলাম, তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে। আসন্ন নিউজিল্যান্ড সফর থেকেই ব্যাটিং কোচ হিসেবে কাজ শুরু করবেন ইউসুফ। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের কোচিংয়ে দল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এর আগে পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করেছেন ইউসুফ। এছাড়া নির্বাচক এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর পর কিছুদিনের মধ্যেই আরও বড় দায়িত্ব পেলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।
পাকিস্তানের ব্যাটিং ইউনিটের পুরোনো ছন্দ ফেরাতে ইউসুফের অভিজ্ঞতা কতটা কাজে লাগে, সেটাই এখন অপেক্ষার বিষয়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হতে পারে তার কোচিং দক্ষতা যাচাইয়ের প্রথম মঞ্চ।