জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডিকার্ডধারী এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাত একটায়।
আটক শিক্ষার্থীর নাম আবু হুরাইরা (২২), যিনি সিরাজগঞ্জের সদর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। তাকে হলের ২১৩ নম্বর রুমে প্রায়ই দেখা যেত। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অন্য শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথা ও কাজের অমিল পাওয়া যায়। এরপর তাকে পাশের রুমে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দেওয়া হয়। টিম ঘটনাস্থলে গিয়ে আবু হুরাইরার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নকল আইডিকার্ডসহ আরও কয়েকটি স্কুল–কলেজের আইডিকার্ড উদ্ধার করে।
হল থেকে আটক হওয়ার পর আবু হুরাইরা জানিয়েছিলেন, "আমি মজা করে এই আইডিকার্ড তৈরি করেছি। এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।" তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন।
হলের আবাসিক ছাত্র আদনান ফরিদ জানান, তিনি আবু হুরাইরাকে আগে একাধিকবার হলে দেখেছেন। পরিচয় জানতে চাইলে সে কিছু বলত না এবং তার কথা সন্দেহজনক মনে হতো। একাধিকবার র্যাগ দেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে, তবে সঠিক তথ্য না পাওয়ায় কোনও অভিযোগ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক জানান, "হামার কাছে খবর আসে রাত ১২টার পরে নজরুল হলে এক বহিরাগত অবস্থান করছে। আমরা দ্রুত গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার প্রতারণা স্বীকার করে।" তিনি আরও জানান, আবু হুরাইরাকে তার পরিবারের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম পুনরায় না করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছেন।