ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্য সফরে গিয়ে হামলার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে তার গাড়ির কাছে এসে খলিস্তানপন্থিরা ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন এবং ভারত-বিরোধী স্লোগান দেন। এই ঘটনা ৫ মার্চ রাতে ঘটে যখন জয়শঙ্কর চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন।
খবর অনুযায়ী, পতাকা ছিঁড়ে ফেলার সময় খলিস্তানপন্থিরা আরও স্লোগান দিতে থাকেন, এবং পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই হামলার পেছনে ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) নামক খলিস্তানপন্থি সংগঠনের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যা অতীতে ভারতীয় হাইকমিশনারের ওপরও হামলা চালিয়েছে।
ভারত সরকার এই হামলার চেষ্টা নিন্দা জানিয়েছে এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, জয়শঙ্করের মতো ভিভিআইপির নিরাপত্তা নিয়ে স্পষ্ট গাফিলতি দেখা গেছে। তীব্র প্রতিবাদ সত্ত্বেও, জয়শঙ্কর তার কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।