কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েটের কৃতি শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া, উদ্বোধনের আগেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবরার ফাহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করেন। তবে, অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।
২০০৯ সালে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার মৃত্যুর পর, তার বাবা বরকত উল্লাহ ঢাকা চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেছিলেন।