কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) আদালত এ আদেশ দেন, কারণ আসামিরা আদালতে হাজির হননি।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন কিউকম ডট কম লিমিটেডের 'বিগ বিলিয়ন রিটার্ন' ক্যাম্পেইন থেকে থ্রি এস কর্পোরেশনের মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরবরাহ করা হয়নি। পরে ২০২৪ সালের আগস্ট মাসে তিনি প্রতারণার অভিযোগে মামলা করেন।
এখন আসামিরা আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
Mytv Online