বঙ্গোপসাগর থেকে ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে আটকের পর মিয়ানমার নৌবাহিনী কয়েক ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দিয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে মিয়ানমার নৌবাহিনী এই জেলেদের আটক করে।
তবে, মধ্যরাতে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আজ বৃহস্পতিবার ভোরে তারা টেকনাফে পৌঁছান বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
এদিকে, ফিরে আসা জেলেরা অভিযোগ করেছেন যে, মিয়ানমার নৌবাহিনী তাদের মাছ ও জাল রেখে দিয়েছে। ইউএনও জানান, বিষয়টি কোস্টগার্ড তদন্ত করছে। সেন্ট মার্টিন দ্বীপের ১০ থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Mytv Online