সরকারের নতুন দুই হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করতে বিশেষ বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) নেওয়ার প্রস্তাব দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির এক উচ্চপর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, আগের বিসিএস থেকে নিয়োগ দিলে বিতর্ক সৃষ্টি হতে পারে, কারণ পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোর নিয়োগ প্রক্রিয়া বেশ পুরোনো। তাই, দ্রুততম সময়ের মধ্যে নতুন বিশেষ বিসিএস মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা উচিত বলে মনে করছে পিএসসি।
সরকারের অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত গত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়। বৈঠকের পর, সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই সিদ্ধান্ত ঘোষণা করেন।