চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ঘোষণা করেছেন যে, শিগগিরই দেশের সব সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়া হবে।
হাসান আরিফ আরও জানান, নতুন মেয়রের কার্যকালের সময়সীমা আইন অনুযায়ী নির্ধারণ করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে পরিবর্তনের আশা রয়েছে, তা চট্টগ্রামের নতুন মেয়রকে এগিয়ে নিতে হবে।
বিশেষ করে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব (গ্রিন সিটি) শহরে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করতে হবে।
এছাড়া, ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।