রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবেন।
এই তথ্য শুক্রবার এক ব্রিফিংয়ে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ওয়াশিংটনে ওভাল অফিসে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি বলেন, “রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছি। আগামী সপ্তাহে সৌদি আরবে এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি উপস্থিত থাকব।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছেন যে, এই যুদ্ধ বন্ধ করা প্রয়োজন। এখন আমরা একটি শাটল কূটনীতি শুরু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা ইউক্রেন ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি শোনার পর, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে চুক্তির খসড়া প্রস্তুত করব।”
এছাড়া, রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য ন্যাটোর মহাসচিব মার্ক রুট আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসবেন বলে জানানো হয়েছে।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে শুভেচ্ছা জানান। এরপর, ১২ ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনের সঙ্গে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা আলাপ করেন। ১৮ ফেব্রুয়ারি রিয়াদে তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।