ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটক এবং তার সাথে থাকা হোম স্টে’র মালিক এক স্থানীয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তুঙ্গভদ্রা লেকের পাশে তারা রাতের প্রকৃতি উপভোগ করছিলেন, এমন সময় তিন পুরুষ এসে তাদের ওপর নির্যাতন চালায়।
পুলিশ জানায়, ওই হোম স্টে’র মালিক এবং তার চার অতিথি রাতের খাবারের পর লেকের পাড়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বের হন। এর মধ্যে তিন অভিযুক্ত মোটরসাইকেলে এসে প্রথমে পেট্রোল পাম্পের অবস্থান জানতে চান এবং পরে ইসরায়েলি নারীর কাছে ১শ’ রুপি দাবি করেন। টাকা না দেওয়ায় বাগ্বিতণ্ডা শুরু হয় এবং অভিযুক্তরা হামলা চালিয়ে দুই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে, যখন দুই নারীকে ধর্ষণ করার পর অভিযুক্তরা তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তবে তারা গুরুতর আহত হননি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীরা অভিযোগ দাখিল করার পর দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতার করতে দুটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
এ ঘটনার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক মহলে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত বিচারের দাবি উঠেছে। ভারতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই ঘটনাটি সামনে আসার পর।