চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন টেম্পোচালকরা। শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে প্রায় অর্ধশতাধিক চালক মুরাদপুর মোড়ের বেলাল মসজিদের পাশে সড়ক অবরোধ করেন। তাদের দাবি ছিল, ট্রাফিক সার্জেন্টদের অতিরিক্ত মামলা দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিশেষ করে পার্কিংয়ের মামলা দেওয়ার অভিযোগ উঠেছে, যা চালকদের পকেট থেকে দিতে হচ্ছে।
সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বহদ্দারহাট থেকে জিইসি, পাঁচলাইশ মোড় থেকে অক্সিজেন এবং অক্সিজেন থেকে পাঁচলাইশগামী গাড়িগুলো আটকে যায়। এতে অনেক যাত্রী ভোগান্তির শিকার হন। অবরোধকারীরা জানান, মুরাদপুরসহ নগরের বেশিরভাগ মোড়ে পার্কিং ব্যবস্থা না থাকার কারণে তারা সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করেন, এবং এরপর ট্রাফিক সার্জেন্টরা তাদের বিরুদ্ধে মামলা দেন। একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার হয়ে থাকে, যা চালকদের পকেট থেকে দিতে হচ্ছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অবরোধের খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের থানা আসার জন্য বলা হয়। পরে, চালকরা তাদের কর্মসূচি স্থগিত করে থানায় আসেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
অবরোধের কারণে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। মুরাদপুর থেকে জিইসিগামী যাত্রী সাফায়েত হোসেন বলেন, "এ ধরনের ঠুনকো দাবিতে সড়ক অবরোধ করা উচিত নয়, এটি জনসাধারণের জন্য অস্বস্তি তৈরি করেছে।"
Mytv Online